Saturday, December 6, 2025

যশোরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী আটক

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটে জখম ও বিনা অনুমমিতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাকির চৌগাছার বর্ণি গ্রামের বর্তমানে সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার মৃত হুসাইন মাষ্টারের ছেলে। রোববার (২ মে) কোতয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। আগের দিন শনিবার (১ মে ) রাতে পুলিশ জাকিরকে আটক করে।
মাসুমা খাতুন রুপা (৩৮) নামে ওই নারী দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, ১৯৯৮ সালের ২ ডিসেম্বর তার সাথে জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা মাহিদিয়া গ্রামে বসবাস করতে থাকে। কিন্তু কিছু দিন পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালাতে থাকে। তার সুখের কথা চিন্তা করে তার পিতা ও ভাই মাহিদিয়া গ্রামে একটি বাড়ি তৈরি করে দেয়। এবং নগদ ৮ লাখ টাকাসহ একটি মোটরসাইকেল কিনে দেয়। কিছু দিন পর আরো টাকা দাবি করতে থাকে। ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে বাড়িসহ জমি বিক্রি করে দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে বাঁশের লাঠি দিয়ে মারপিটে মারাত্মক জখম করে চলে যায়। পরে তার পরিবারের লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার বোন এনজিও থেকে টাকা ঋণ করে ৬০ হাজার টাকা ব্যয় করে তার চিকিৎসা করায়।
তিনি আরো অভিযোগ করেছেন, তার বিনা অনুমতিতে জাকির ঝিকরগাছার বেনিয়ালী গ্রামের একটি মেয়েকে বিয়ে করেছে। এই বিষয়ে কথা বললে তাকে মারপিট করা হতো। বর্তমানে জাকির সেখানে থাকে।
এই বিষয়ে চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, যৌতুক নিরোধ আইনে দায়েরকরা মামলার আসামি জাকির হোসেনকে শনিবার (১ মে) রাতে মাহিদিয়া থেকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর