র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা প্রায় তিন কেজি গাঁজাসহ একটি বাইসাইকেল জব্দ করেছে। এই ঘটনায় মামুন হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে যশোরের শার্শা থানায়। মামুন শার্শার শ্যামলাগাছি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব সদস্যরা গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়ার একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মামুন ২ কেজি ৯শ’ গ্রাম ওজনের গাঁজার দুইটি পুটলা এবং একটি বাইসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সে গুলো জব্দ করে শার্শা থানায় দেয়া হয়েছে।
রাতদিন সংবাদ







