Saturday, December 6, 2025

নড়াইলে পুনঃর্বাসিতদের মাঝে নগদ অর্থ বিতরণ

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনঃর্বাসন ও বিকল্প কর্মস্থানের জন্য পুনঃর্বাসিত ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ  বিতরণ করা হয়েছে। রোববার ( ২ মে) সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তনে  সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ৩০৫ জন পুনঃবাসিত ভিক্ষুকের প্রত্যেককে নগদ ৩ হাজার ৭০০ করে মোট ৯ লক্ষ ৩৬ হাজার  ৩৫০ টাকা নগদ অর্থ দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম  এ  অর্থ প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, সহকারি কমিশনার ( ভ’মি) কৃষ্ণা রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফয়েল মাহমুদ তুফান, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর