Friday, December 5, 2025

কিডনি দিয়ে বাঁচাতে চেয়েও ছেলেকে হারাতে বসেছেন মা

একমাত্র ছেলে সুমন কুমার দাশকে (৩৫) বাঁচাতে কিডনি দিতে চান মা রীতা দাশ। কিডনি প্রতিস্থাপন খরচ প্রায় ৭ লাখ টাকা। কোনোভাবেই এতটাকা জোগাড় করার সামর্থ নেই দিনমজুর এই পরিবারটির। ফলে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চেয়েও ছেলেকে হারাতে বসেছেন মা।
সুমন কুমার দাশের দুটি কিডনিই অকেজো। তিনি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের সন্তোষ দাশের একমাত্র ছেলে। দীর্ঘ ৭ বছর ধরে কিডনিরোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে মাসে একবার ডায়ালিসিস করে বেঁচে আছেন। বর্তমানে সপ্তাহে দুবার ডায়ালিসিস করতে হয়। খুলনার গাজী মেডিকেল থেকে ডায়ালাইসিস করান। প্রতিবার ডায়ালিসিসে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়। দিনমজুর বাবার পক্ষে সেই খরচ আর বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এখন চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন ছাড়া বিকল্প আর কোন পথ নেই। যদি দ্রুত কিডনি প্রতিস্থাপন করা যায়, তাহলে তিনি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
রীতা দাশ বলেন, আমার কিডনি দেওয়ার সকল পরীক্ষা সম্পন্ন করেছি। কিন্তু প্রতিস্থাপনের খরচ যোগাতে না পারায় ছেলেটি ধুকে ধুকে আজ মৃত্যু পথযাত্রী।
অসহায় এই মায়ের আকুতি, আমার একমাত্র ছেলেকে বাঁচান। এই রমজানে আপনাদের দানের টাকা দিয়ে ছেলেকে বাঁচাতে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতায় আমার ছেলে বেঁচে যাবে।
এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন চেয়াম্যান কামরুজ্জামান লিপু জানান, সুমনকে তার মা কিডনি দেবেন। কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ জোগাতে পারছেন না তার পরিবার। সমাজের অর্থশালী মানুষ এগিয়ে এলে সুমনকে বাঁচানো সম্ভব।
সুমন দাশের সাথে সরাসরি যোগাযোগ ও সাহায্য পাঠানো যাবে, বিকাশ নম্বর- ০১৭১৩৮৯৭৩৮৪।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর