Saturday, December 6, 2025

নড়াইলে পুলিশের অস্ত্র ছিনতাই মামলার আসামি সানি আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার  কুমড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনার অন্যতম প্রধান আসামি সানি সরদারকে (৩৫) আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। সানি সরদার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের রতন সরদারের ছেলে।
নড়াইল ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ঠেকানোর সময় দুইজন এএসআই মীর আলমগীর ও মিকাইল হোসেনের উপর হামলা ও অস্ত্র ছিনতাই করে। ওইদিন জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে আহত এএস আই ও ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করে এবং ৩ জন মহিলাকে আটক করে। এরপর এএসআই  মিকাইল বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে সানিকে আটক করা হয়।
তিনি আর বলেন, সানি সরদারকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, সানিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার  আদালতে প্রেরণ করা হয়েছে।

নড়াইল অফিস

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর