সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ ভারত থেকে আগত ৯৯জন বাংলাদেশিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের লক্ষ্যে নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে ( টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার জানান, বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন জেলার শুক্রবার (৩০ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৯৯ জন ভারত থেকে আগত বাংলাদেশিদের বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগতরা সবাই করোনা নেগেটিভ বলে তিনি জানান।
শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় এবং সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পরিদর্শন করে ভারত থেকে আগত বাংলাদেশিদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।নিরাপত্তা সর্ম্পকে পুলিশ সুপার পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ২৪ ঘন্টা আনসার এবং পুলিশের মোবাইল টিম থাকবে। যাতে কোন অসুবিধা না হয়।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলার বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে ফেরত আসা ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ৯৯ জন চলে এসেছেন। বাকিদের নার্সিং ইনষ্টিটিউটে রাখার ব্যবস্থা করা হবে। এদেরকে থাকা, খাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।
উল্লেখ্য, ভারত থেকে আগত ১৫০ জন বাংলাদেশিদের মূলতঃ যশোর জেলা প্রশাসনের তত্বাবধানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার মত স্থান সংকুলান না থাকায় তাদেরকে নড়াইল রাখার ব্যবস্থা করা হয়েছে।







