যশোর রেলগেট জামে মসজিদের ইমাম মুফতি আক্তারুজ্জামান আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শনিবার ভোর ৫:৩০ মিনিটে খুলনার গাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মুফতি মাওলানা আক্তারুজ্জামান গত ২৮ এপ্রিল রাতে যশোর জেলা স্কুলের সামনে মোটরসাইকেল এক্সিডেন্ট করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ খুলনায় রেফার করেন।তার মৃত্যুতে রেলগেট জামে মসজিদ পরিচালনা কমিটি গভীরভাবে শোক প্রকাশ করেছে। কমিটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ বাদ জোহর হুজুরের নিজ জন্মস্থান যশোর ছুটিপুর গঙ্গারামপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাতদিন সংবাদ







