খুলনা প্রতিনিধি : খুলনায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার রাতে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর জোতপুর গ্রামে। তিনি আরআরএফ’র (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশের কনস্টেবল ছিলেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, রাতে বাদামতলা থেকে শিরোমণি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন দীপক। এ সময় খুলনা-যশোর মহাসড়কে একটি কাভার্ডভ্যান দীপককে চাপা দেয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি উদ্ধার করা গেলেও চালক-সহকারী পালিয়ে গেছেন।







