Saturday, December 6, 2025

বাঘারপাড়া থানায় কামরুল ও মশিয়ারের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিপাকে রায়পুরের নাছির

যশোরের বাঘারপাড়ার  চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বিপাকে পরেছেন  নাছির উদ্দিন ও তার পরিবার। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বাঘারপাড়া উপজেলার উমরপুর গ্রামের মৃত ইয়াকুব্বারের ছেলে কামরুল ইসলাম ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মশিয়ার রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো আসামীরা নাছির উদ্দিনের পরিবারকে নানা ভাবে হেনস্থা করার জন্য ষড়যন্ত্র করছে। যার ফলে নাছির উদ্দিন ও তার ভাই আনিছুর রহমান রতন ও তাদের পরিবারের অন্য সদস্যরা চরম আতংকের মধ্যে রয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় অভিযোগে বলেছেন, কামরুল ইসলাম ও মশিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছে। নাছির উদ্দিন ও তার ভাই আনিছুর রহমান রতনকে মারপিট খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছে তারা। গত ২২ এপ্রিল বিকেল সোয়া ৫ টার পর তারা ও  অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নাছির উদ্দিনের বাড়িতে জোরকরে  প্রবেশ করে । এক পর্যায় ক্ষিপ্ত হয়ে দা, লোহার রড, বাশের লাঠি, জিআই পাইপ নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে নাছির উদ্দিনকে মারপিট ও জখম করে। নাছির উদ্দিন ও আনিছুর রহমান রতনকে প্রকাশ্যে আসামীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা নাছির উদ্দিন ও আনিছুর রহমান রতনের পরিবারকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে করে দিাবি নাসির পরিবারের। এমতাবস্তায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর