সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে করোনায় কর্মহীন হয়ে পড়া সাংস্কৃতিক কর্মীদের পাশে দাড়ালো ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’। বৃহস্পতিবার (২৯এপ্রিল) সংগঠনটির যাত্রার প্রথম দিনে নড়াইলের ১০টি সাংস্কৃতিক সংগঠনের ৬০জন শিল্পীর মধ্যে ঈদের শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। 
এদিন বিকেলে বরেণ্য চিত্রশিল্পী সুলতান মঞ্চের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের’ আহবায়ক জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান লিটু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব সালাউদ্দীন শিতল প্রমুখ।
উল্লেখ্য, নড়াইলে করোনার দ্বিতীয় ঢেউয়ে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ঠিকাদার, বিভিন্ন সংগঠন এখনও কর্মহীন হয়ে পড়া সাধারন মানুষের পাশে এসে দাঁড়ায়নি। করোনার প্রথম ঢেউয়ে এসব মানুষ সাধারনের পাশে থাকলেও এবার তেমন কারো খোঁজ নেই। ফলে জেলার বাস-ট্রাক ও রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক, কামার-কুমার, ঋষি সম্প্রদায়, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন ব্যক্তি নতুন করে কর্মহীন হয়ে পড়া অসংখ্য মানুষ বিপাকে পড়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, গত বছর করোনা আঘাতের পর নড়াইল-২ এর এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা নিজস্ব তহবিল, ব্রেসলেট বিক্রির অর্থ থেকে, বিভিন্ন কর্পোরেট গ্রæপের মাধ্যমে এবং তার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১১ হাজার এবং নড়াইল-১ এর এমপি কবিরুল হক মুক্তি ব্যক্তিগতভাবে এবং কালিয়া আ’লীগ ও সহযোগি সংগঠনের মাধ্যমে ফান্ড তৈরি করে সাড়ে ১২ হাজার এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু ব্যক্তিগত তহবিল থেকে কমপক্ষে ৭ হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা করেছিলেন। এছাড়া জেলা আ’লীগের অঙ্গসংগঠনের অনেক নেতা, জনিপ্রতিনিধি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, ঠিকাদার, বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সরকারি সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সেবা এবং খাদ্য সহায়তা দিয়েছিলেন।
জানা গেছে, এবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের করোনায় স্বাসকষ্টের রোগিদের জন্য অক্সিজেন সেবা এবং স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনসহ দু’একটি সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি তাদের সাধ্যমতো মানবিক সহায়তা চালু রেখেছেন।
বাংলাদেশ কনজ্যুমারস এসোসিয়েশনের নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, গত বছর যেভাবে বিভিন্ন জনপ্রিতিনিধি, রাজনীতিাবদ এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কর্মহীন সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবার এখনও পর্যন্ত কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে আমার চোখে পড়েনি। কিছু মাস্ক বিতরনের মধ্যেই সাহায্য-সহযেগিতা সীমাবদ্ধ রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু বলেন, করোনায় নতুন করে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে সাধ্যমতো ব্যক্তি তহবিল থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবেন। এরই অংশ হিসেবে নড়াইলের ৬০জন সাংস্কৃতিক কর্মীকে ঈদের শুভেচ্ছা উপহার দেওয়া হলো।
এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ভিজিএফ-এর আওতায় জেলার প্রত্যেক ইউনিয়নে ২ হাজার ৫শ জন দুস্থকে ৫শ এবং জেলার তিনটি পৌরসভার ২০-২৫ হাজার অসহায় ব্যাক্তিকে সাড়ে ৪শ টাকা করে নগদ সহায়তা দেয়া হবে। জেলা প্রশাসনের অনূকুলে দুস্থদের জন্য ১০ লাখ টাকা এসেছে। এ অর্থে তাদের খাদ্য বা নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া দুস্থদের জন্য ২ হাজার ৫শ টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার একটি ঘোষণা এসেছে। এসব দুস্থদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।







