Saturday, December 6, 2025

শার্শায় সরকারিভাবে বোরো মৌসুমে ধান কেনা শুরু

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় সরকারিভাবে বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান কেনা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাভারন খাদ্য গুদামে আদর্শ কৃষক সোনা মিয়ার নিকট থেকে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে ধান কেনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা  খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যগ্ম-সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারন সম্পাদক আলহাজ¦ মোরাদ হোসেন প্রমুখ। শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৯ শত’ ৮৯ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ কার্যক্রম চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।
এবার  উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ১১টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ১-৩ টন করে ২৭ টাকা কেজি দরে ধান কেনা  হবে বলে জানান নাভারন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর