বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় সাখাওয়াত হোসেন (৫৬) নামে এক প্রেস (ছাপাখানা) মালিকের মৃত্যু হয়েছে।
গেল বুধবার রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার ভোর রাতে তার মৃতদেহ দাফন করা হয়েছে। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাখাওয়াত হোসেন উপজেলার মহিরণ এলাকার মৃত সিদ্দিক মোল্লার ছেলে। সে মাগুরার একটি ছাপাখানার মালিক ছিলেন।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সাখাওয়াত হোসেন গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ৯ টার দিকে মারা যান। ওই দিন দিবাগত রাতেই তার লাশ বাড়িতে এসে পৌঁছায়। মৃত্যুর সংবাদ শুনে এলাকার লোকজন দেখতে আসলে করোনায় মৃত্যুর কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোকজন বাড়ি ত্যাগ করে চলে যায়। পরে থানা পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে ‘খেদমতে খলক ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন উপজেলা সদরের মহিরণস্থ সরকারি কবরস্থানে তার মৃতদেহ দাফন করে।
বাঘারপাড়ায় করোনায় প্রেস মালিকের মৃত্যু

আরো পড়ুন






