Saturday, December 6, 2025

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনেে আজ (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মোঃ মাহারুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কায়েসসহ আরও অনেকে। এছাড়া ভার্চুয়াল আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। 

বক্তারা বলেন, সরকার বিনামূল্যে দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিচ্ছে। সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর