Saturday, December 6, 2025

চৌগাছায় লকডাউনে দুই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় লকডাউনের অষ্টম দিনে ২দোকান খোলার অপরাধে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যামান আদালত পরিছালনা করে জরিমানা করেন ।
২১এপ্রিল রোজ বুধবার দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত লকডাউনের অষ্টম দিনে বাজারের মাস্ক পরিধানর জন্য স্বাস্থ্য বিধিমেনে নিত্য প্রয়োজনীয় বেচকেনা জন্য সচেতনতা করেন। লকডাউনে জামাল মটর সাইকেল ওয়ার্কসপ দোকানদার মাজালকে (৩৫)   এক হাজার টাকা ও সাবিনা ইলেকট্রনিক্স এন্ড গিফট কর্ণনারের দোকানদার আব্দুর রাজ্জাককে (২৯) এক হাজার সহ মোট ২জনকে দুই হাজার টাকা জরিমানা করেন।লকডাউনের অষ্ঠম দিনে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইশতিয়াক আহমেদ,চৌগাছা থানার এস আই বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর