Friday, December 5, 2025

করোনার কাছে সারা বিশ্ব আজ নিঃস্ব

সারা বিশ্ব আজ  নিঃস্ব হয়ে করোনার কাছে করছে হাহাকার, বাঁচাও মালিক,বাঁচাও মালিক তুমি ছাড়া কে বাঁচাবে আর। ক্ষুধায় কাতর অবুঝ শিশু ক্ষুধায় কাতর বৃদ্ধ, ক্ষুধায় কাতর পশুপাখি ক্ষুধায় কাতর পুরো পৃথিবী। থেমে গেছে জীবন যাত্রা , থেমে গেছে আরাম আয়েস থেমে গেছে ভূবন। আকাশ কাপে বাতাস কাপে, কাপে সারা দুনিয়া, স্বজন-পরিজন, কাউকে চেনে না , সবাই যাচ্ছে ভুলিয়া। বাঁচাও,  বাঁচাও ডাকছে তোমায় কোথায় তুমি মালিক, তোমার আশায় বেঁচে আছে এ প্রাণের শালিক।

অঞ্জন রায় কৃষ্ণ

কালিয়া, নড়াইল।

রাতদিন নিউজের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে এই লিংকে ক্লিক করুন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর