জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ২৬এপ্রিল বিকেলে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ও ত্রিমোহিনী মোড়ে ৪৫০ প্যাকেট ইফতার সামগ্রী রোজাদার ভ্যানচালক ও পথচারীদের মাঝে বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, যুগ্ম সম্পাদক উৎপল দে প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন হঠাৎ সিদ্ধান্ত নিয়েই ইফতার সামগ্রী বিতরণ করার এমন উদ্যোগে নেওয়া হয়েছে। কেশবপুর শহরের ৪শ ৫০ রোজাদার ভ্যানচালক ও পথচারীর মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।







