Saturday, December 6, 2025

চৌগাছায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ: স্বামী-শাশুড়ি আটক

স্বামীর বিরু‌দ্ধে শ্বাস‌রোধ ক‌রে স্ত্রী হত্যার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে স্বামী ও শাশুড়িকে আটক ক‌রে‌ছে পুলিশ। নিহত আয়েশা বেগম যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রা‌মের ই‌লিয়াস হো‌সে‌নের মে‌য়ে। রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাতে চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। আটক দু’জন হলেন- মাঠপাড়া এলাকার হাসানুর রহমা‌নের ছে‌লে ইমরান হো‌সেন (২২) ও তার মা বিল‌কিস বেগম ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দি‌কে ইমরান ও তার সহ‌যোগীরা ইমরা‌নের স্ত্রী আ‌য়েশা বেগম (১৮) কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা। এক পর্যা‌য়ে তারা চিৎকার ক‌রে ব‌লে, আ‌য়েশা গলায় দ‌ড়ি দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। তখন প্রতি‌বে‌শিরা এ‌গি‌য়ে এ‌সে দে‌খে ঘ‌রের মে‌ঝেই আয়েশার নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যায়। সুরতহাল রি‌পোর্ট করার সময় পু‌লি‌শের স‌ন্দেহ হয় আ‌য়েশা‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌তে পা‌রে। এ সময় ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে পু‌লিশ ইমরান ও তার মা বিল‌কিস বেগম‌কে আটক ক‌রে।
আ‌য়েশার মা কুলসুমা বেগম ব‌লেন, ‘আজ থে‌কে এক বছর পূ‌র্বে ইমরা‌নের সা‌থে আ‌য়েশার বিবাহ হয়। ভালই চল‌ছিল তা‌দের সংসার হঠাৎ কি হ‌লো বুঝলাম না । রোববার ইফতা‌রের দশ মি‌নিট পূ‌র্বেও মে‌য়ের সা‌থে আমার মোবাইল ফো‌নে কথা হ‌য়ে‌ছে তখনও মে‌য়ে তেমন কিছু জানায়‌নি আমা‌কে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইফুল ইসলাম সবুজ ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে এটা আত্মহত‌্যা ব‌লে ম‌নে হয়‌নি।তা‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌তে পা‌রে। সে কার‌ণেরই নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হ‌য়ে‌ছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রি‌পোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর