Saturday, December 6, 2025

অভয়নগরে লোহার রড দিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের সঞ্জয় প্রামাণিক (৪০) নামে এক শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী রিপা সরকারকেও পিটিয়ে জখম করা হয়। সোমবার ভোরে উপজেলার চলিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা জানান, সোমবার ভোররাতে ৫-৭ জন সন্ত্রাসী সঞ্জয় প্রামাণিকের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে তাকে হত্যা করে। এ সময় তার স্ত্রী রিপা সরকার বাঁচাতে এগিয়ে এলে তাকেও রড দিয়ে পেটানো হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চুরি করার উদ্দেশ্যে চোররা সঞ্জয়ের বাড়িতে প্রবেশ করে। এ সময় সঞ্জয় তা দেখে ফেললে চোরেরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর