Saturday, December 6, 2025

শার্শায় ইয়াবা সহ যুবক গ্রেফতার

শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা থানাধীন গোগা বাজার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬।

আটককৃত আসামী মোঃ সুমন হোসেন (২৮) সে শার্শা থানাধীন পাঁচ ভুলট গ্রামের মোঃ সাবান আরী বিশ্বাসের ছেলে। যশোর র‌্যাব-৬ জানায়, শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে ।

একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে যশোরের শার্শা থানাধীন গোগা বাজারের গোসত পট্টি আরিফ জুয়েলার্সের সামনে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর