ইসলাম ধর্ম গ্রহন করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে এই প্রোটিয়া ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকার আরেক মুসলমান ক্রিকেটার তাবরাইজ সামসির স্ত্রী খাদিজা সামসিও বিষয়টি জানিয়েছেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর ফরটুইন তার নাম পাল্টে ইমাদ রেখেছেন। স্বেচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার সঙ্গে স্ত্রীও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
ফরটুইন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বিষয়ে একাধিক স্টোরি শেয়ার করেছেন। সেখানে মিসকা এসেনের (ফরটুনের স্ত্রী) ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। এর মাঝে একটি স্ক্রিনশটে লেখা, ‘গত রাতে সে (ফরটুইন) ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। এই রমজান মাসেই সব হলো। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’

ফরটুইনের ইনস্টা স্টোরি
এছাড়া আরো একটি স্ক্রিনশটে দেখা যায়, খাদিজা সামসি সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা এই দুজনকে অভিনন্দন জানাচ্ছেন।
২৬ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ৭টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে আলো ছড়াতে না পারলেও টি-২০তে ৬ উইকেট নিয়েছেন ফরটুইন।
অনলাইন ডেস্ক







