Friday, December 5, 2025

এক ওয়ার্ডেই ১০ ইটভাটা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এক কিলোমিটার দীর্ঘ কেশবপুর-হাঁসদিয়া সড়ক। প্রতিদিন এ সড়ক ব্যবহার করেই জেলা-উপজলায় যাতায়াত করে কয়েকটি গ্রামের মানুষ।

সম্প্রতি আশপাশে কয়েকটি ইটভাটা গড়ে ওঠায় সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক বালু, মাটি, জ্বালানি ও ইটবোঝাই ড্রাম ট্রাক, ট্রলি চলাচল করে। এতে একদিনে যেমন ধুলা বেড়েছে, তেমনি সড়কটিরও বেহাল দশা হয়েছে। এ কারণে চলাচলে দুর্ভোগে পোহাতে হয় আশপাশের বাসিন্দাদের। বারবার অভিযোগ করেও কোনো ফল পায়নি তারা।

কেশবপুর-হাঁসদিয়া সড়কের আশপাশে গড়ে ওঠা এসব ইটভাটার মালিকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সৈনিক ইটভাটার মালিক মনোয়ার হোসেন মনু। এলাকাবাসী এই মনুর ছেলে রুবেলের অত্যাচারে অতিষ্ঠ। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একটি জিডি করেছে স্থানীয়রা।

ভুক্তভোগীরা বলেন, ইটভাটাগুলোর ট্রাক চলাচলের কারণে প্রচুর ধুলা হয়। আমাদের ভাত খেতে হয় ধুলা দিয়ে। সবসময় ঘরের ভেতর ধুলার স্তুপ হয়ে থাকে। কিছু বললেই সৈনিক ইটভাটার মালিকের ছেলে সন্ত্রাসী রুবেল এসে অত্যাচার করে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণ করায় রুবেলের বিরুদ্ধে জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে দেখা গেছে, পরিবেশ আইন অমান্য করে গড়ে ওঠা ইটভাটাগুলোর কারণে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর ৪ নম্বর ওয়ার্ড বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গড়াই নদীর তীরে শুধুমাত্র এ ওয়ার্ডেই গড়ে তোলা হয়েছে এ.কে.বি ব্রিকস, সৈনিক ব্রিকস, জে.এন. ব্রিকস, এস.আর.বি ব্রিকস, মহুয়া ব্রিকসসহ ১০টি ইটভাটা। ফসলি জমি, ফাঁকা মাঠ দখল করে অনুমোদন ছাড়াই এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে। আইন অনুযায়ী বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কোনো ইটভাটা স্থাপন করার অনুমোদন না থাকলেও। এখানে দেখা গেছে, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক গজের মধ্যেই একেকটি ইটভাটা স্থাপন করা হয়েছে। পরিবেশ আইন অমান্য করে এসব ভাটায় প্রকাশ্যে পোড়ানো হয় কাঠ।

স্থানীয় কৃষক রবিউল বলেন, আমার জমিতে বেগুন ও কলা চাষ করি। কিন্তু ভাটার কারণে ফলন ভালো হচ্ছে না। জমি আগের মতো উর্বর নেই। দুষিত বাতাসের কারণে গাছ মরে যাচ্ছে। এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে তৎপরতা প্রয়োজন।

যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, কয়েকটি ইটভাটাকে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে। তবে অধিকাংশই অবৈধ। বিষয়টি পরিবেশ অধিদফতরকে জানানো হয়েছে- তারাই প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, আমরা যেকোনো সময় অভিযান চালাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে। নিয়ম মেনে না চালালে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর