Saturday, December 6, 2025

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৫৫) নামে একজন নসিমনচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার পুড়াখালী গ্রামের রশিদ সরদারের ছেলে। রবিউলের ভাই আবু তাহের জানান, তার ভাই বৃহস্পতিবার সকালে নসিমনে ধান বোঝাই করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওয়াপাড়া জুটমিলের সামনে পৌঁছালে তার নসিমনটি উল্টে যায়। এ সময় যশোরগামী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর