খুলনার সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এনটিভির খুলনা প্রতিনিধি। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার করে খুলনা থানা পুলিশ। এছাড়া তৈয়ব যশোর থেকে প্রকাশিত লোকসমাজেও কর্মরত।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এ মামলায় তৈয়ব মুন্সীকে আসামি করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আবু তৈয়ব কেসিসি মেয়রকে জড়িয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দিয়েছিলেন বলছেন ওসি।
খুলনা প্রতিনিধি







