Saturday, December 6, 2025

ঝিকরগাছায় ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ শাবানা আক্তার ফতেমা (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে পুলিশ সুপার ও নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের সার্বিক দিক নির্দেশনায় সোমবার বিকাল সাড়ে ৫টার সময় থানার এসআই (নিঃ) সৈয়দ মোঃ আবু সুফিয়ান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় মোছাঃ শাবানা আক্তার ফতেমা (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ী তার বসত বাড়ী হতে আসামীর শয়নকক্ষে একটি ট্রলি ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৭৫পিচ ইয়াবা ট্যাবলেট আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর