কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীকে ২ হাজার ১শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লকডাউনে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ম বর্হিভূতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ, আকরাম হোসেনকে ২শ, সঞ্জয় সাহাকে ৫শ, রুহুল কুদ্দুসকে ২শ, মামুন হোসেনকে ৫শ ও জাকির হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।







