Friday, December 5, 2025

লোহাগড়ায় রোগীর শরীরে ও পজেটিভের পরিবর্তে বি পজেটিভ রক্ত পুষ, মামলা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌর শহরের সিএনবি চৌরাস্তায় মোর্শেদা ক্লিনিকে একজন রোগীর শরীরে ও-পজেটিভ রক্তের পরিবর্তে বি-পজেটিভ রক্ত পুষ করায় রোগীর শারিরিক অবস্থা আশংকাজনক হয়ে পড়ায় তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে রোগীর ভাই সোহেল শেখ ক্লিনিকের মালিক ও ডাক্তারকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউপির পাংখারচর গ্রামের আরকান ওরফে ওলিয়ার মোল্যার স্ত্রী আকলিমা বেগম খুশি (৪৫)কে জরায়ুর টিউমার ও এপেন্ডিস অপারেশনের জন্য গত ১লা এপ্রিল লোহাগড়ার সিএনবি চৌরাস্তায় মোর্শেদা ক্লিনিকে ভর্তি কওে এবং ২ এপ্রিল ডাঃ তাজরুল ইসলাম তাজ ওই রোগীকে ১ম দফায় অপারেশন করা হয়। একই দিন সন্ধ্যায় ২য় দফায় অপারেশন করে। অপারেশনের পর ক্লিনিক মালিক জানায় রোগীর শরিরে বি-পজেটিভ রক্তের প্রয়োজন। পরে রোগীর শরিরে রক্ত পুষ করে। রোগীর ভাই শেখ সোহেল অভিযোগ করে বলেন, “আমার বোনের ২ বার অপারেশন করা হয়েছে এবং ও-পজেটিভ রক্তের পরিবর্তে ক্লিনিক মালিক ভুল করে বি-পজেটিভ রক্ত পুষ করার কারনে আমার বোনের শারিরিক অবস্থার অবনতি হলে পরে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করি। অবশেষে প্রতিকার চেয়ে আমি উক্ত ক্লিনিকি মালিক জাকির
হোসেন ও ডাক্তারসহ ৬ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছি। মামলা নং ২৯, তারিখ- ১৮/০৪/২১ । অভিযুক্ত ক্লিনিক মালিক জাকির হোসেন বলেন, রোগীর শরিরে রক্ত ক্রসিং করে বি-পজেটিভ রক্ত দেয়া হয়েছে। আমার তত্বাবধানে রোগীর চিকিৎসা চলছে। তবে রোগীর অবস্থা ভাল। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় রোগীর ভাই সোহেল রানা ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামী আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর