Saturday, December 6, 2025

ঝিকরগাছায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

যশোরের ঝিকরগাছা থানাধীন কলাগাছি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দুই কেজি গাঁজাসহ মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬।গ্রেফতারকৃত আসামী- মোঃ মাসুদ রানা (২২)। সে ঝিকরগাছা থানাধীন চান্দের পোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব-৬ জানায়, রবিবার (১৮ই এপ্রিল) আনুমানিক ১৬.৫০ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে যশোরের ঝিকরগাছা ধানাধীন কলাগাছি সাকিনস্থ মেসার্স মহিতুর ফিলিং স্টেশনের সামনে যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রোডের উপর অভিযান পরিচালনা কারে। দুই কেজি গাঁজা সহ মাসুদ রানা নামে এক মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্থান্তর করা হয়েছে।

ঝিকরগাছা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর