Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় টিউবওয়েল গুলোতে পানি শূন্য, জনদুর্ভোগ চরমে

যশোরের বাঘারপাড়ায় ভুস্তরের পানির সংকট দেখা দিয়েছে। অস্বাভাবিক ভাবে নিচে নেমে গেছে পানির স্তর। ইতোমধ্যে অনেক টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে। আর যেসব টিউবওয়েলে পানি উঠছে তার পরিমাণ খুবই কম।সংশ্লিষ্টরা বলছেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবংসামনে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির আরও অবনতি হবে।জলবায়ু পরিবর্তনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে বাঘারপাড়া উপজেলাতেই বেশিরভাগ নলকূপে পানি উঠছে না।বেশ কয়েক দিন ধরে প্রচন্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাছাড়া অনেক দিন যাবৎ নেই কোনো বৃষ্টিপাত।

বৃষ্টি হলে অবস্থার পরিবর্তন হবে। উপজেলার প্রত্যেকটি পরিবারে কম বেশি নিজস্ব নলকূপ আছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে উপজেলার প্রায় সব নলকূপই অকেজো। যেগুলো কাজ করছে সেগুলোতে অতি সামন্য আকারে পানি উঠছে। এক বালতি পানি তুলতে লাগছে অনেক সময়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে পৌর এলাকাসহ উপজেলার ৯টি ইউনিয়নেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব এলাকায় চলছে পানির জন্য হাহাকার। তবে বাঘারপাড়া পৌরসভা, দরাজহাট, রায়পুর বাসুয়াড়ি ইউনিয়নের অবস্থা সব চাইতে বেশি খারাপ। পানির জন্য খুবই দুর্বিসহ হয়ে পড়েছে এসব এলাকার বসবাসরত মানুষ।

বিষয়ে বাঘারপাড়া পৌর এলকার মহিরণ গ্রামের বাসিন্দা শওকোত হোসেন, মঞ্জুরুল ইসলাম, মুকুল হোসেন, দরাজহাট ইউনিয়নের আসাদুর রহমান, বাবুল হাসান, রাসেল হোসেন, রায়পুর ইউনিয়নের রায়হান,সোহাগ,ফয়সাল রজিবুল ইসলাম, মাহিম হোসেন এবং বাসুয়াড়ি ইউনিয়নের সামাদ, সোহাগ হোসেন ইমরান জানান, তারা পানির কষ্টে আছেন।

মটর বসিয়েও তেমন পানি উঠছে না। আশেপাশের এলাকাতেও একই অবস্থা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকেরাও হাতাশ, জমিতে সেচ দিতে খুবই বিপাকে পড়তে হচ্ছে। 

অনেকেই নলকূপের চেকবলের সমস্যা মনে করে নতুন চেকবল লাগাচ্ছেন। আসলে এখানে চেকবলের কোনো সমস্যা নেই, সমস্যা হলো লেয়ার নিচে নেমে যাওয়া।

তিনি বলেন শুস্ক মৌসুমে পানির স্তর নিচে নামার কারণে যেসব নলকূপের লেয়ার কম দেওয়া তাতে পানি না ওঠারই কথা। তাছাড়া অনেকদিন বৃষ্টি না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি হলে এটা ঠিক হয়ে যাবে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর