চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় লকডাউনের চতুর্থ দিনে করোনা সংক্রমন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখা গেছে ।লকডাউনে দোকান খোলা রাখায় দু্ইজন জরিমানা করা হয়। লকডাউন চতুর্থ দিনে দোকান খুলে বেচা কেনা সিফাত ফ্যাশানের মালিক আবু বক্কারকে ৫শ’ টাকা ও আতিয়ার রহমান(৩৮) এ্যালুমিনিয়াম দোকানীকে ৫শ’ টাকা জরিমানা করেন।সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও এদিন তারা দফায় দফায় অভিযান চালান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেন প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইশতিয়াক আহমেদ, চৌগাছা থানার এস আই শুভেন্দু প্রমুখ।







