কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়ীয়া ক্যানাল পাড়ার একটি ভাড়া বাসা থেকে রিমি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রান্নাঘরের মেঝে খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শওকত কবির জানান, রুবিনা নামে এক প্রতিবেশী নিহত রিমির বাড়ির ভেতরে পানি আনতে গেলে পঁচা গন্ধ পান। বিষয়টি তিনি বাড়ির মালিক মুরাদ হোসেনকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মাটি চাপা দেওয়া অবস্থায় রিমির অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তার স্বামী আল-আমিন প্রায় এক মাস আগে রিমিকে হত্যা করে তার লাশ রান্নাঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আল-আমিনকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।
বাড়ির মালিক মুরাদ হোসেন জানান, গত ফ্রেব্রুয়ারি মাসে খোকসার বাসিন্দা আল-আমিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসা ভাড়া নেন। ওই বাসায় তিনি ও তার স্ত্রী রিমি থাকতেন। কুষ্টিয়া জাহাঙ্গীর হোটেলের মিষ্টি বানানোর কারিগর হিসাবে কাজ করতেন আল-আমিন। গত এক মাস ধরে তিনি বাসায় আসতেন না। বাড়িমালিক আরো জানান, একাধিকবার মোবাবাইলফোনে আল-আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মাত্র তিন মাস আগে বাসা ভাড়া নেওয়ায় প্রতিবেশীরাও তেমন চিনতো না তাদের।
কুষ্টিয়া প্রতিনিধি







