চৗেগাছা(যশোর) প্রতনিধিঃ যশোর চৌগাছা সুকপুকুরিয়া ইউনিয়ন নগর বর্ণি গ্রামে মেইন গেটের তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণ অলকার চুরি হয়েছে। ১৪ এপ্রিল রোজ বুধবার রাত ১০.৩০ সুখপুকুরিয়া ইউনিয়ন নগর বর্ণি গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে চুরি হয় । জানা যায় বুধবার রাতে মেইন গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ২০০০০ টাকা সহ স্বর্ণঅলংকার চুরি করে পলিয়ে য়ায়। । এ বিষয় চৌগাছা থানার এস আই এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন চুরি হয়েছে সত্যতা নিশ্চিত করেন।







