Friday, December 5, 2025

নড়াইলে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আরও ২ আসামি আটক

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে টাকা ছিনিয়ে
নেয়ার ঘটনার মামলার প্রধান দু’ আসামী সাব্বির সরদার (২৬) ও নুরনবী শেখকে পৃথকভাবে গ্রেফতার করেছে
পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন এবং ব্যবহৃত মোটরসাইকেল
উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান
পুলিশ সুপার প্রবীর কুমার রায়। গ্রেফতারকৃত ছাব্বির যশোরের রঘুরামপুর এলাকার নওয়াব আলীর ছেলে এবং নুরনবী নড়াইল শহরের ভওয়াখালী এলাকার ফুল মিয়া শেখের ছেলে । তাদের নড়াইল ও যশোর থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার নড়াইল শহরের দূর্গাপুর এলাকার ছমির মোল্যার পূত্র তরিকুল ইসলাম (২২), ভওয়াখালী এলাকার ইলাহী মোল্যার পূত্র কাদের মোল্যা (২২) এবং গত মঙ্গলবার যশোরের কোতয়ালী থানার রঘুরামপুর এলাকার রবিউল ইসলাম রবির ছেলে নাইমুন ইসলামকে (২৫) পুলিশ গ্রেফতার করে। এ পর্যন্ত ছয় আসামির মধ্যে ৫জন গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার জানান, আসামিরা প্রাথমিকভাবে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়েটাকা ছিনতাই-এর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল সদরের ধোপাখোলা এলাকায় দু’টি
মোটরসাইকেলযোগে এসে ছয়জন সন্ত্রাসী শহরের বিশিষ্ট ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে এক লাখ
টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মুজিবরকে পিঠে কুপিয়ে এবং পায়ের হাটুতে গুলি করে ২৫ হাজারটাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন মুজিবুরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। মুজিবরধোপাখোলা এলাকায় বাড়ির পাশেই ভাঙ্গারি ব্যবসা করেন। এ ঘটনায় ভূক্তভোগী মুজিবর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। গত শনিবার (১০ এপ্রিল) যশোর হাসপাতালে গুলিবিদ্ধ ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবরের ডান পা কেটে ফেলতে হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর