Saturday, December 6, 2025

চৌগাছায় লকডাউনের প্রথম দিনে প্রশাসনের ব্যাপক ততপরতা

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকে: চৌগাছায় লকডাউননে প্রথম দিনে করোনা সংক্রমন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ততপরতা দেখা গেছে।  জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই মানুষকে বাড়ির বাইরে বের হতে দেননি তারা। দফায় দফায় তারা অভিযান চালিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌগাছায় যেয়ে তদারকি করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান ড.মোস্তনিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দির আল মামুন হিমেল,  চৌগাছা থানা ওসি সাইফুল ইসলাম সবুজ , উপজেলা শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইশতিয়াক আহমেদ, ব্যবসাযী সমিতির সাধারণ সম্পাদক হাজী ইবাদৎ হোসেনও যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান মাঠে থেকে লকডাউন মানতে সাধারণ মানুষকে সচেতন করে তোলেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর