কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে জোরপূর্বক ভূট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণের ঘটনায় রফিক ও সালাম নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার বাগুলাট ইউপির আদাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিক ওই এলাকার বুদো বিশ্বাসের জামাই ও সালাম একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গত রোববার দুপুরে ওই তরুণী আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিল। সেই সময় মাঠে একা পেয়ে রফিক ও সালাম ভূট্টা ক্ষেতে মুখ চেপে ধরে নিয়ে জোরপূর্বক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর সোমবার রাত ১২ টার দিকে ভিকটিমের নানি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের নানি সোমবার রাত ১২ টার দিকে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। ভিকটিমকে উদ্ধার করে টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন গ্রেফতার রফিক ও সালাম। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।







