Saturday, December 6, 2025

কেশবপুরের জামায়াত নেতা মোশাররফের মৃত্যু, শোক

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও জামায়াতে ইসলামী কেশবপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বিশ্বাস আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা ১১:৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি কেশবপুর আজাদ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কেশবপুরের পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুন গুনাহী রেখে গেছেন।তার এক ছেলে পৌর যুবদলের নেতা মেহেদী বিশ্বাস।  আসর বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়।  জানাযায় অংশ নেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, জামাত ইসলাম বাংলাদেশ কেশবপুর থানা শাখার সাবেক সভাপতি প্রভাষক মুক্তার আলী, কেশবপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়াম্যান আলাউদ্দিন আলা, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ প্রমূখ।জানাজা নামাজ পরিচালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ কেশবপুর শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুস সামাদ। অপর দিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজ্জাক, থানা ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম প্রমূখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর