Friday, December 5, 2025

অভয়নগরের ইউপি মেম্বার নুর আলী শেখ হত্যাঃ আটক আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট বাজারে ইউপি মেম্বার নুর আলী শেখ হত্যাকান্ডে জড়িত আরমান (২৮) রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আরমান শুভরাড়া গ্রামের নুর মোহাম্মদ মিঠুর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার ভোরে বাগেরহাট সদর উপজেলার কাটাখাল মগড়া বাজার থেকে আরমানকে আটক করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। পরে তাকে অভয়নগর থানায় সোপর্দ করা হয়। রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৭ মার্চ সন্ধ্যারাতে ইউপি মেম্বার নুর আলী শেখ ছেলে ইব্রাহিমকে নিয়ে মোটরসাইকেলে করে শুভরাড়া গ্রামে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ সময় গুলিতে তার ছেলে ইব্রাহিমও (১৪) আহত হয়। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-১০জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর