Saturday, December 6, 2025

কেশবপুরের শতবর্ষী মোশারফের মৃত্যু

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুরের শতবর্ষী মোশাররফ হোসেন আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইন্নাহি রাজিউন। দীর্ঘদিন ব্ল্যাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে ৯ এপ্রিল দুপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইনামুল হকের বড় চাচা। মৃত্যু কালে তিনি  স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনা গুনাহী রেখে গেছেন। ৯এপ্রিল এশা বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন আলাউদ্দিন আলা, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুগ্ম আহবায়ক, টিপু সুলতান, ইনামুল হক, সদস্য আব্দুল হালিম, নাহিদুজ্জান নাহিদ , পৌর যুগ্ম আহবায়ক শাহ আলম, সাবেক থানা ছাত্রদলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম,  থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম অন্তুু, ছাএ নেতা শাহিনুর রহমান সোহান, রাসেল প্রমূখ। জানাজা নামাজ পরিচালনা করেন তার ভাই মাওলানা আব্দুস শুকুর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর