Saturday, December 6, 2025

কেশবপুরে যুবলীগ নেতা ওবাইদুর রহমান নীল বহিষ্কার

জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে যুবলীগ নেতা ওবাইদুর রহমান নীলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা যুবলীগের ভার্চুয়াল সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ওবাইদুর রহমান নীল ফেসবুকে বিভিন্ন সময়ে পোস্ট দিয়ে সংগঠনের নীতি বহিভূত কার্যক্রমে জড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাকে গত ২৭ মার্চ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশের উত্তর না দিয়ে তিনি গত রোববার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তবে আজ অবধি তার লিখিত পদত্যাগ পত্র হাতে পায়নি। উপজেলা যুবলীগের সভায় সর্বসম্মতিক্রমে বৃহ¯পতিবার বিকেলে তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর