Saturday, December 6, 2025

কেশবপুর উপজেলার ৪ কৃতিসন্তান করোনায় আক্রান্ত

জাকির হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার ৪ কৃতি সন্তান ১সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ কর্মস্থানে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন দুদকের ডেপুটি ডাইরেক্টর মাসুদুর রহমান, মাগুরা জেলার এএসপি আবির সিদ্দিক শুভ্র, যশোরের সহকারি তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান ও সিলেট মেডিকেল কলেজে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার হাসনাত আনোয়ার মুন। এদিকে তাদের সুস্থ্যতা কামনা করে সোসাল মিডিয়ার ব্যাপক লেখা লেখি হতে দেখা গিয়েছে।

সূত্রে জানা গেছে কেশবপুরের কৃতি সন্তান সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার হাসনাত আনোয়ার মুন ১এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় আইসোলশনে রয়েছেন। অক্রিজেন ছাড়া সেচুয়েশন মেইনটেন হচ্ছে না। তাকে অক্রিজেন সার্পোট দেওয়া হয়েছে। তবে তিনি বৃহস্পতিবার জানিয়েছে আগের থেকে একটু ভালো অনুভব করছে। দুদকের ডেপুটি ডাইরেক্টর মাসুদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। ৭এপ্রিল বুধবার করোনায় আক্রান্ত হয়েছে কেশবপুরের আরেক কৃতি সন্তান মাগুরার এএসপি আবির সিদ্দিক শুভ্র। তিনি সেখানে আইসোলশনে আছেন। ৭এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে যশোরের সহকারি তথ্য অফিসার এলিন সাইদ-উর রহমান। তিনি যশোরের বাসা বাড়িতে আইসোলশনে আছে। তিনি সাংবাদিকদের বলেন কয়েকদিন ধরে জ্বর ছিলো তাই করোনা টেস্ট করতে দিয়েছিলাম বৃহস্পতিবার পজেটিভ এসেছে। তারা সকলের নিকট দোয়া চেয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর