Saturday, December 6, 2025

চৌগাছায় লকডাউনের চতুর্থ দিনে উপজেলা প্রশাসনের শতর্কতা আরোপ

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় লকডাউনের চতুর্থ দিনে ২মোটর সাইকেল আরোহীকে মুখে মাস্ক ও হেলমেন্ট না পরায় জরিমানা ও ১ টি চায়ের দোকানে স্বাস্থ্য বিধিমেনে চা না বেচায় জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামান আদালত পরিছালনা করে জরিমানা করেন ।

৮ই এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২.৩০মিঃ থেকে ৩ টা পর্যন্ত লকডাউনের চতুর্থ দিনে বাজারের মাস্ক পরিধানর জন্য স্বাস্থ্য বিধিমেনে নিত্য প্রয়োজনীয় বেচকেনা জন্য সচেতনতা করেন।মাস্ক ও হেলমেন্ট না পরায় সেতু আহমেদ(২৮) ৩০০/= টাকা ও অলিয়ার রহমান(২৮) ২০০/= টাকা,চায়ের দোকান শাহীন আলম(২৮) স্বাস্থ্য বিধি না মেনে চা বিক্রয় করায় ৫০০/=টাকা জরিমানা করেন।লকডাউনের চতুথ দিনে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা এল জি ডি কর্মকতা প্রকৌশলী মুনছুর রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর