Friday, December 5, 2025

নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা)  প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরুষ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে এবং মহিলা গ্রুপে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩-১ সেটে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

আজ (বৃহস্পতিবার) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের আয়োজনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ  প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল পৌর  মেয়র আনজুমান আরা, যশোর সেনাবাহিনীর মেজর এ এফ এম আজমল হোসেন খান (পিএসসি), যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব  ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল মহিলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক রাবেয়া ইউসুফ, নড়াইল-২ আসনের এমপি মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর