Saturday, December 6, 2025

মনিরামপুরের দেবী টিকাদার হত্যা মামলার রহস্য উদঘাটনঃ গ্রেফতার-১

যশোরের মনিরামপুরের দেবী টিকাদার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলেন, মনিরামপুর থানার লেবুগাতী রাজবংশীপাড়ার শ্রী জীবন বিশ্বাসের ছেলে শ্রী পাচু বিশ্বাস (৩৫)।

বৃহস্প্রতিবার (০৮ই এপ্রিল২০২১) বিকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম বলেন গোপন তথ্যের ভিতিত্তে গতকাল বুধবার রাত দশটার দিকে খুলনা ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া সাকিনে অভিযান চালিয়ে  হত্যাকান্ডে জড়িত আসামী পাচু বিশ্বাসকে আটক করা হয়।গ্রেফতারের পর আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যা কান্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ০৩ই এপ্রিল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কে বা কাহারা দেবী টিকাদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়।এরপর থেকে নিখোঁজ থাকে দেবী টিকাদার।খোঁজাখুঁজির একপর্যায়ে ০৫ই এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে মুকন্দ সরকারের স্ত্রী রেখা সরকার আম কুড়াতে পুকুর পাড়ে গেলে দেবী সরকারের মৃতদেহ দেখতে পায়। কে বা কাহারা দেবী টিকাদারকে গলায়, বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আঘাত করে এ হত্যা কান্ড ঘটায় এবং লাশ ফেলে রেখে যায়।দেবী টিকাদার মনিরামপুর থানার কুচলিয়া গ্রামের পীযুষ টিকাদারের স্ত্রী।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর