যশোরের ঝিকরগাছা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী রামপ্রসাদ দাসকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় আটক সাগরের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাগর কৃষ্ণনগর গ্রামের মনির বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের রামপ্রসাদ দাস পৌরসভায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করেন। একইসাথে তিনি শুকর পালন করেন। আসামি সাগর ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে খুন জখমের হুমকি দেয়। গত ৪ এপ্রিল নাভারণ পুরাতন বাজার স্ট্যান্ডে রামপ্রসাদ দাস পৌঁছালে আসামিরা তাকে অপহরণ করে ঢাকাপাড়ার একটি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে আটক রাখে। এরপর তার কাছে থাকা ২৫ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা চাঁদা হিসেবে গ্রহণ করে। রাত ৮টার দিকে আসামিরা তাকে পুরাতন বাজার ব্রিজের কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রামপ্রসাদ বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ







