Friday, December 5, 2025

নড়াইলে মানব পাচারের অভিযোগে ২তরুণ আটক

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মানব পাচারের অভিযোগে ২তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (৪ এপ্রিল) নড়াইল পুলিশ সুপারে কার্যালয়ে  পুলিশ সুপার প্রবীর কুমার রায় এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান। এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগনসহ  ভিকটিম ও আটককৃত আসামীরা উস্থিত ছিলেন। 

জানা গেছে, জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে জসীম মোল্যা (১৬) ও প্রতিবেশী এনামুল শেখ (২০) একই গ্রামের ভ্যান চালক জালাল শেখের কন্যা  মালিনা (১২) ও প্রতিবেশী অন্তরা আক্তার টুকটুকি (১৩)কে বিয়ে ও ভালো কাজের প্রভোলন দেখিয়ে খুলনায় যেতে বলে। শুক্রবার (২ এপ্রিল) জসিম ও এনামুল নড়াইল থেকে ওই দু’মেয়ের হাতে ২শ টাকা দিয়ে খুলনার ফুলতলা চৌরঙ্গী হোটেলে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে তুলে দেয়। কথামতো মালিনা ও টুকটুকি চৌরঙ্গী হোটেলের সামনে পৌঁছালে হোটেলের ম্যানেজার আনাস শেখ (১৫ ) ও শুকুর আলীর সাথে কথা বলতে থাকে। এ সময় তাদের কথাবার্তা ও আচার আচরণ স্থানীয় কয়েক পথচারির সন্দেহ হলে তারা ফুলতলা পুলিশকে খরর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে হোটেলের ম্যানেজার আনাস শেখ (১৫) এবং তার তথ্য মতে জসিমকে  আটক করে।এ ঘটনায় মালিনার বাবা জালাল শেখ শনিবার (৩ এপ্রিল)  কালিয়া থানায় ৪জনকে আসামি করে মানব পাচার প্রতিরোধ আইন-২০১২ মামলা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর