Friday, December 5, 2025

দু’সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার না পেয়ে দু’সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে আত্মহত্যাকারী গৃহবধূ মাহফুজা খাতুনের ভাই মশিউর রহমান কলারোয়া থানায় মামলাটি করেছেন। মশিউর রহমান যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা।
কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, মশিউর রহমানের দায়ের করা ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। পারিবারিক সিদ্ধান্তহীনতায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান ওসি।
মামলার তদন্তকারী কর্মকর্মা এস আই সোহরাব হোসেন জানান, তিনজনকে আসামি করে মামলা হয়েছে। তবে আসামিদের আটকের স্বার্থে নাম প্রকাশ করা যাবেনা। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
কলারোয়া উপজেলার লাঙলঝাড়া গ্রামের শিমুল সরদার ও মাহফুজা দম্পত্তির মেয়ে মোহনা খাতুনকে (৫) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশি লাল্টু গাজীর ছেলে বখাটে হৃদয় হোসেন। স্বামী শিমুল সরদার জীবিকার প্রয়োজনে বাইরে থাকায় স্ত্রী মাহফুজা খাতুন এঘটনায়  স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার না পেয়ে ছেলে মাহফুজুর রহমান (৮) ও মেয়ে মোহনা খাতুনকে (৫) শ^াসরোধে হত্যার পর আত্মহত্যা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর