Saturday, December 6, 2025

সকালে দেশে ফিরে বিকেলেই ভারত গেলেন মুস্তাফিজ

নিউজিল্যান্ড সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে দলের সঙ্গে ফিরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে দলের অন্যরা বাসায় ফিরলেও বিমানবন্দর থেকেই ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি।

রোববার সকাল ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফিরে বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে গেলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হননি মুস্তাফিজ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজই ভারতে যাবেন মুস্তাফিজ। ফলে কোভিড প্রটোকলের কারণে এয়ারপোর্টের বাইরে আসেননি তিনি। বিকেল ৩টা ৪০ মিনিটে কলকাতার একটি ফ্লাইটে দেশ ট্যাগ করেন দ্য ফিজ। কলকাতা পৌঁছার পর সেখান থেকে মুম্বাইয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা পেসার।

এ প্রসঙ্গে বিমানবন্দরে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে বলেন, মুস্তাফিজ দেশেই এসেছে। তবে ও বিমানবন্দর থেকে বের হয়নি, ভেতরেই আছে। মূলত কোভিড প্রটোকলের কারণে বের হয়নি।

তিনি আরো বলেন, আইপিএল খেলতে আজই ভারতে যাবে মুস্তাফিজ। বিকাল ৩.৪০ মিনিটে তার ফ্লাইট। এখান থেকে শুরুতে কলকাতা যাবে। তারপর মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেবে।

ভারতে গিয়ে মুস্তাফিজকে প্রথমে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ কারণে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। ১২ এপ্রিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান।

অনলাইন ডেস্ক

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর