Saturday, December 6, 2025

মণিরামপুরে অবাধ চলাচলে বাধা দেয়ায় শ্বশুর শাশুড়িকে বাড়িছাড়া করল পুত্রবধূ

যশোরের মণিরামপুরের গোপালপুরে পরপুরুষের সাথে পূত্রবধুর অবাধ মেলামেশায় বাধা দেয়ায় নির্যাতনের শিকার হয়ে নিজের বাড়ি ছেড়ে পথে পথে ঘুরছেন অসহায় শ্বশুর শাশুড়ি। শাশড়ি আশ্রয় নিয়েছেন মেয়ের বাড়িতে। আর শ্বশুর এ বাড়ি সে বাড়িতে সময় কাটাচ্ছেন। এসব অভিযোগে গত ২৯ মার্চ যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন গোপালপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী আনোয়ারা বেগম। মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের মেয়ে জিনিয়া রহমান, তার বাবা ডাক্তার আতিয়ার রহমান ও মা লতিফা বেগমকে এ মামলায় আসামি করা হয়েছে। ছেলে মুজাহিদুল ইসলাম হয়েছেন এ মামলার সাক্ষী। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২৯ মে  শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, জিনিয়া রহমান বিয়ের পর থেকেই শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। বাদীর ছেলে বাড়িতে না থাকলে অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াতো। যা নিয়ে বাদী প্রতিবাদ করেন। এতে করে ক্ষিপ্ত হন জিনিয়া।
গত ২০ মার্চ সকালে জিনিয়া তার স্বামী মুজাহিদুল ইসলামকে বাপ মাকে খরচ দিতে নিষেধ করেন। অন্যথায় আত্মহত্যার হুমকি দেন।  কিন্তু বাবা মাকে খরচ দেয়া বন্ধ করতে রাজি না হওয়ায় স্বামী মুজাহিদুল ইসলামকে মারপিট করেন স্ত্রী জিনিয়া। ছেলেকে রক্ষা করতে গিয়ে পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হন শ্বশুর আয়ুব আলী মহলদার ও শাশুড়ি আনোয়ারা বেগম। পরে তাদেরকে বাড়ি থেকে বের করে দেন জিনিয়া রহমান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর