Friday, December 5, 2025

অভয়নগরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

নওয়াপাড়া পৌর প্রতিনিধি: অভয়নগরের ধোপাদি এলাকায় পাওনা ২৫ টাকা না দেয়ায় শুকুর আলী (৫৫) নামে একজন ভ্যানচালককে রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাই মকবুল হোসেন জানান,শনিবার সন্ধ্যার পর তার ছোট ভাই ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার টিটু ফকিরের গ্যারেজের সামনে গেলে তার কাছে পাওনা ২৫ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে টিটু ফকির রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে।  এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ্রপ্রসুন মুখার্জি জানান, মৃত অবস্থায় ভ্যানচালককে হাসপাতালে আনা হয়। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত টিটু ফকিরকে আটকে অভিযান চলছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর