জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পৌর শহরের সাবদিয়া এলাকায় পৈতৃক সম্পত্তি ফেরৎ চাওয়ায় ভাইদের বিরুদ্ধে ছোট বোনকে মারপিট ও আসবাবপত্র ভাংচুরের ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। এঘটনায় ৩এপ্রিল বিকালে আব্দুল্লাহ বিশ্বাস ও আব্দুল মালেক বিশ্বাসকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল এলাকার মৃত ইয়াসিন বিশ্বাসের ছোট মেয়ে রহিমা খাতুন তার ভাগের জমি বড় ভাই মহিদুল বিশ্বাসকে দেখভালের দায়িত্ব দেন। ওই জমিতে ধান ও অন্যান্য ফসল উৎপাদন করে নিজেই ভোগদখল করে আসছে। সম্প্রতি রহিমা খাতুন তার অপর ভাই ইব্রাহিম বিশ্বাসের বাড়িতে বসবাস শুরু করে। সে কারনে তার পৈতৃক সম্পতি বুঝে দিতে বড় ভাই মহিদুল বিশ্বাসকে অনুরোধ করেন। কিন্তু মহিদুল বিশ্বাস বোনের জমি আত্মসাৎ করার লক্ষে গত ১৪ মার্চ আলতাপোল এলাকার মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাসের নেতৃতে মারপিট ও ভাংচুরের ঘটনায় অতর্কিত হামলা চালিয়ে রহিমা খাতুনকে আহত করেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এঘটনায় জখমীর ভাগ্নে শামীম সরদার বাদী হয়ে যশোর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে কেশবপুর থানায় মামলা দাখিল করা হয়েছে। শনিবার বিকেলে মামলার এজাহার নামীয় আসামী মহিদুল বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস ও মৃত শহিদুল বিশ্বাসের ছেলে আব্দুল মালেক বিশ্বাসকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন এ মামলার দু’জন কে আটক করা হয়েছে।
কেশবপুরে বোনকে মারপিটের অভিযোগে থানায় মামলাঃ আটক ২

আরো পড়ুন






