বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: তিন মাস মেয়াদী যুব উন্ননয় অধিদপ্তরের আওতায় বাঘারপাড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক যুগ্ন সচিব আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) ফারজানা জান্নাত, যুব উন্নয়ন যশোর জেলার উপ-পরিচালক শাহীদুল ইসলাম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, যুব উন্নয়ন বাঘারপাড়ার কর্মকর্তা সেলিমুজ্জামান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, আইসিটি কর্মকর্তা ফয়েজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান । আলোচনা শেষে উপজেলার বিভিন্ন প্রশিক্ষণ ভ্যানু পরিদর্শন করেন প্রধান অতিথি।
বাঘারপাড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মসূচি

আরো পড়ুন






